ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৮ আগস্ট ২০২৫  
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন রবিউল আউয়াল অন্তর

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি, অধিগ্রহণ করা জমির দেড়গুণ মূল্য অবিলম্বে পরিশোধ ও বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন দুর্নীতি ও দেশের সম্পদ লুটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল দশটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আট দফা দাবি উপস্থাপন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আদোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর।

তিনি বলেন, “আট দফা আগামী সাত দিনের মধ্যে মানা না হলে গত বছরের মতো বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে।”

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, “গত বছরের ৫ সেপ্টেম্বর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আট দফা দাবিতে আন্দোলনে নামে। পরবর্তীতে এ আন্দোলন ঠেকাতে নানা পথ অবলম্বন করে তৎকালীন বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরতরা। পরে তাদের এ দাবি মানার আশ্বাস দিলেও এক বছরেও আট দফা পূরণ হয়নি। এ কারণে আবার সাত দিনের আলটিমেটাম দেওয়া হলো। এর মধ্যে সমাধান না হলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে।” 

সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়