২৪-এর বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ: কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
২৪-এর বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘‘চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি বলে মনে করি। সে বিজয়ের সফলতা সব সময় কামনা করি। কিন্তু সেই বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ভেবেছিলাম তাদের এ বিজয় হাজার বছর স্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের বিজয় ধ্বংসের দিকে চলে যাবে সেটা আশা করিনি।’’
ডিবি হেফাজতে থাকা বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী ও অ্যাডভোকেট জেডআই খান পান্না উপস্থিত ছিলেন। সে সময় কিছু মানুষ গিয়ে মব সৃষ্টি করে তাদের অনুষ্ঠান বানচাল করে। একটি গণতান্ত্রিক দেশে কারো অনুষ্ঠান বানচাল করার সাংবিধানিক বা আইনানুগ সুযোগ নেই। তাদের এখনো ডিবি অফিসে আটকে রাখা হয়েছে।’’
কাদের সিদ্দিকী বলেন, ‘‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। তাদের আদৌ গ্রেপ্তার দেখানো হয়েছে কি না জানি না।’’
তিনি বলেন, ‘‘যেকোনো গ্রেপ্তার দেখালে আমাদের আপত্তি নেই। তারা মিথ্যাও দেখাতে পারেন। কিন্তু, গ্রেপ্তারের কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও আটক রাখা যায় না। উনারা মামলা দেবে দিক, সেটা সত্য হোক মিথ্যা হোক দিক কিন্তু এমন কেন?’’
আওয়ামী লীগের চাইতেও এই সরকারের দোসরারা বড় স্বৈরাচার উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘‘মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। এভাবে দেশ চললে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।’’
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা/কাওসার/রাজীব