ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় ‘সমাদর’, নন্দীগ্রাম থানার ওসি প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ১০:০০, ২৯ আগস্ট ২০২৫
গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় ‘সমাদর’, নন্দীগ্রাম থানার ওসি প্রত্যাহার

মোজাহারুল ইসলাম। ফাইল ফটো

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসাকে গাবতলী থানায় বদলি ও এসআই নাজমুল হককে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বগুড়ার পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। প্রত্যাহার হওয়া ওসি মোজাহারুল ইসলামকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। 

আরো পড়ুন:

এর আগে, বগুড়া-৪ আস‌নে‌র সাবেক সংসদ সদস্য ও জাসদ নেতা রেজাউল করিম তানসেনের ছোট ভাই নন্দীগ্রাম উপ‌জেলা জাস‌দের সদস‌্য স‌চিব মাহবুবর রহমান রুস্তমকে গ্রেপ্তারের পর থানায় ‘সমাদর’ করার অভিযোগ উঠে। এ ঘটনায় নন্দীগ্রাম থানার ওসি ও এসআইকে প্রত্যাহার এবং পরিদর্শককে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত ২৪ আগস্ট সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রুস্তমকে বগুড়ার সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরের দিন গত জানুয়ারি মাসে দায়ের হওয়া একটি মারধর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘‘রুস্তমকে থানা থেকে আদালতের পাঠানোর পরিবর্তে পুলিশ সময়ক্ষেপণ করেছে। রাত ১২টার পর জানতে পারি, তাকে থানায় সমাদর করা হচ্ছে। পরে আমাদের নেতাকর্মীরা থানায় গেলে তাকে আদালতে পাঠানো হয়।’’

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, ‘‘মাহবুবর রহমান রুস্তমের নামে থানায় কোনো মামলা ছিল না। এক মামলায় রুস্তম আলী নামে একজনকে আসামি করা হয়েছিল কিন্তু বাবার নাম না মিলায় সময় লেগেছে। বাবার নাম ও আসামির নামের মিল না থাকার কারণে রুস্তমকে জানুয়ারিতে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়