ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৯ আগস্ট ২০২৫  
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জে ট্রাকচাপায় শরীফুল ইসলাম শরীফ (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম শরীফ জেলার বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে। কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জ জেলা শহর থেকে কটিয়াদীর উদ্দেশে যাচ্ছিল। পাকুন্দিয়ার মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মারা যান। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।’’

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়