ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীতাকুন্ডে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৫৬, ৩০ আগস্ট ২০২৫
সীতাকুন্ডে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৪

উদ্ধারকৃত অস্ত্রসহ আটক চার ব্যক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র তৈরির এই কারখানার সন্ধান পায়। অভিযানে অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে।

আইএসপিআর জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় অস্ত্র খারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা হতে চার জন হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র।


এছাড়া কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড কার্তুজ, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, মেগাফোন ১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত চারজনকে নিকটস্থ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়