সোনাতলা থানার সেই ওসি প্রত্যাহার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিভিন্ন অনিয়মে জড়িত থাকা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বৃহস্পতিবার (২৮ আগস্ট) মিলাদুন্নবীকে বগুড়ার পুলিশ অফিসে সংযুক্ত করার আদেশ দেন।
প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়, মিলাদুন্নবী সোনাতলা থানায় কর্মরত থাকাকালে অপরাধীদের ব্যবহৃত পুলিশের ব্যবহৃত গাড়ির রঙের পিকআপের মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএ’র সঙ্গে যোগাযোগ করেননি। এছাড়া তিনি প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থ হন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ায় বিষয়ে তার বিরুদ্ধে অনিয়মের অনুসন্ধানেও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে মিলাদুন্নবীকে জেলা পুলিশ অফিসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি মিলাদুন্নবী বলেন, ‘‘বগুড়ার পুলিশ সুপার (এসপি) আরেকটি আদেশ করার পর দায়িত্ব হস্তান্তর করব।’’
ঢাকা/এনাম/বকুল