ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি সিরাজগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৭ অক্টোবর ২০২৫  
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি সিরাজগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

জামতৈল বাজার এলাকায় দুটি দোকানে অভিযান চালানো হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ করার কারণে সিরাজগঞ্জের কামারখন্দে দুই ফার্মেসিকে সাত হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার জামতৈল বাজার এলাকায় দুটি দোকানে অভিযান চালানো হয়।

জানা যায়, মেসার্স মুক্তি ফার্মেসি ও খুশি মেডিকেল হলে ওষুধ মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দুটি পৃথক মামলায় দুই দোকানের মালিককে ৩ হাজার এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ মজুদ রাখার দায়ে দুই দোকানে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/অদিত্য/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়