ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:১৯, ১০ অক্টোবর ২০২৫
নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহত আয়েশা সিদ্দিকা ওই এলাকার মনছুর আলমের মেয়ে। সে দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন হাসান উল্লাহ বলেন, ‘‘বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এলি মণিসহ কয়েকজন শিশু নদীতে গোসলে নামে। একপর্যায়ে এলি মণি পানির স্রোতে ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। প্রথম দিন তারা চেষ্টা করেও শিশুটির খোঁজ পায়নি। শুক্রবার সকালে ফের অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’’

দক্ষিণ কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘‘স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়