ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৪, ১৬ ডিসেম্বর ২০২৫
আজ উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দলটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। 

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যে কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেটি মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে। তিনি বলেন, “এটি বিএনপির নির্বাচনি প্রস্তুতির অংশ।”

বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২ এলাকার ১০/সি রোডের ৯০ নম্বর বাড়িটি দলটির নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। এখান থেকেই নির্বাচনকেন্দ্রীক সাংগঠনিক কার্যক্রম, কৌশল নির্ধারণ এবং সমন্বয় পরিচালনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন- এমন খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরো জোরদার হচ্ছে। অনেক নেতা-কর্মী মনে করছেন, তারেক রহমান দেশে ফিরলে দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং আন্দোলন-সংগ্রামে ইতিবাচক প্রভাব পড়বে।

বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক কৌশল ও কর্মসূচিতে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন দলটির একাংশ। ফলে নতুন নির্বাচনি কার্যালয় উদ্বোধন ও সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর মিলিয়ে বিএনপির রাজনীতিতে এই মুহূর্তে বাড়তি চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়