স্বতন্ত্রী প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির সমীরণ দেওয়ান
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির রির্টানিং অফিসারের কাছ থেকে সমীরণ দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুরুষত্তোম চাকমা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন। সেই ঢেউ থেকে খাগড়াছড়িও বাদ পড়েনি।
পার্বত্য জেলা খাগড়াছড়ি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা আর ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। পুরো জেলাজুড়ে সংসদীয় আসন মাত্র একটি। আসন নম্বর ২৯৮। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় সমীরণ দেওয়ানের পক্ষে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুরুষত্তোম চাকমা। সমীরণ দেওয়ান ২০০৮ সালে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা গফুর তালুকদার, যুব নেতা সাইফুল ইসলাম, বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা।
সমীরন দেওয়ান জানান, তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তিনি স্থানীয় জনগণের চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
খাগড়াছড়ি আসনে দলীয় প্রার্থী হিসেবে দলটির জেলা সভাপতি ওয়াদুদ ভুইয়ার নাম ঘোষণা করেছে বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, “সমীরণ দেওয়ান আমাদের দলের কেউ না। তার বিষয়ে সিদান্ত নেবে কেন্দ্রীয় কমিটি। তিনি নির্বাচনে করলেও আমাদের ভোটারদের এতে কোন প্রভাব পড়বে না।”
ঢাকা/রূপায়ন/মাসুদ