ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা আ.লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৩২, ১০ অক্টোবর ২০২৫
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা আ.লীগ নেতার

শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মাদ আলী শেখ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মাদ আলী শেখ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। 

লিখিত বক্তব্যে মোহাম্মাদ আলী শেখ বলেছেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড, দেশ ও জনতার স্বার্থবিরোধী কার্যক্রম আমার নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, আজকের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে  নিয়োজিত রাখব। 

ঢাকা/বাদল/রফিক    

সর্বশেষ

পাঠকপ্রিয়