ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে পিআর পদ্ধতি চালুর মতো পরিবেশ নেই: জাহিদ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:১৩, ১০ অক্টোবর ২০২৫
দেশে পিআর পদ্ধতি চালুর মতো পরিবেশ নেই: জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার মতো কোনো পরিবেশ নেই এবং বিএনপি সেটিতে বিশ্বাসী নয়। ধর্ম নিয়ে রাজনীতি করা এক শ্রেণির গোষ্ঠী নির্বাচনের সময় প্রলম্বিত করার উদ্দেশে এই দাবি তুলছেন।’’

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্য সচিব আনিছুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

এ জেড এম জাহিদ বলেন, “যারা জনগণের নামে পিআর পদ্ধতির দাবি তুলছেন, তারা আগে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যান। এরপর সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই আগামীতে পিআর বাস্তবায়নের উদ্যোগ নিন।”

তিনি আরো বলেন, ‘‘বিএনপি দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থাতেই আস্থা রাখে। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক। প্রধান উপদেষ্টা যেভাবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।’’

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়