নির্বাচনে মনোনয়ন বিষয়ে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক
‘বিএনপি থেকে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি’
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনায় রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এ টি এম আব্দুল বারী ড্যানী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এখনো কাউকেই গ্রিন সিগন্যাল দেয়নি। এটি বিভ্রান্তিমূলক প্রচার ছাড়া আর কিছু নয়।’’
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোনার চল্লিশা বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, “বিএনপি একটি বড় দল। প্রক্রিয়ার মধ্য দিয়ে মনোনয়ন দেওয়া ও নির্ধারণ করা হয়। এটা গোপন কোনো বিষয় নয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।”
তিনি আরো বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি আমাদের আগামীর বাংলাদেশের রূপরেখা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর বাংলাদেশ হবে সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র। তারেক রহমানের ৩১ দফা দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।”
ঢাকা/ইবাদ/বকুল