ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:২৩, ১৪ অক্টোবর ২০২৫
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

ইসমাইল হোসেন

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তরুণী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার রাতে র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

এর আগে, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার (১০ অক্টোবর) দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। 

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “গত শুক্রবার ইসমাইলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরাও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ইসমাইলের শাস্তি দাবি করছি।”    

র‌্যাবের কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, “গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। ঘটনাটি ব্যাপক আলোচিত হলে র‌্যাব তদন্ত শুরু করে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়