ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:০৬, ১৪ অক্টোবর ২০২৫
পদ্মা সেতুর টোল প্লাজার সামনে বিক্ষোভ

মঙ্গলবার সকালে পদ্মা সেতু টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের সদস্যরা

শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টার মতো বন্ধ থাকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল। দাবি মেনে নেওয়া না হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার পর থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন তারা। ফলে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টোল প্লাজার সামনে আটকা পরে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

আন্দোলনকারী মোহাম্মদ বজলু শিকদার বলেন, “শরীয়তপুরবাসীর একটাই দাবি,আমরা ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত হব না। আজ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা ঢাকা বিভাগের সঙ্গে আছি এবং থাকব।”

জাগো শরীয়তপুর সংগঠনের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, “প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করা হলে আমরা তা মেনে নেব না। আমাদের দাবি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, গণসমাবেশসহ বিভিন্ন উপদেষ্টাদের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। ন্যায্য এই দাবির প্রচারণার অংশ হিসেবে আজ পদ্মা সেতু ব্লক করা হয়েছিল। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে শরীয়তপুরবাসী কঠোর আন্দোলনে যাবে। প্রয়োজনে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে।”

পদ্মা দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, “তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আমরাও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল।”

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়