শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও ভাইরাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে একটি চক্রের পিস্তল দিয়ে গুলি চালানোর প্রশিক্ষণের ভিডিও সোমবার (১৩ অক্টোবর) ভাইরাল হয়েছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চার জন যুবক জনশূন্য স্থানে দুটি পিস্তল নিয়ে গুলি করছেন এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন।
ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরা পাড়ার আহির ও মথুরাপাড়া অর্পণের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ। তবে, ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে, ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাগড়া গ্রাম।
ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা যায় আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিতে।
এ বিষয়ে জানতে রাসলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার রাতেই আমি পুলিশের একটি টিম নিয়ে অভিযুক্তদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছি। কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। অস্ত্রসহ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।”
ঢাকা/রতন/মাসুদ