ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৪৩, ১৫ অক্টোবর ২০২৫
দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের গড়েয়া বটতলী বজার এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণভোট ও পিআর ইস্যুতে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভেদ সৃষ্টি করবেন না। বিভিন্ন দাবি তুলে বিভ্রান্ত করবেন না।” 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বটতলী বজার এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “আমারা অতীতে সরকারে ছিলাম, সরকার কীভাবে চলে আমরা তা জানি। কীভাবে ভালো কাজ করতে হয় তাও জানি।” 

তিনি বলেন, “বহুদল নির্বাচন করবে। এটাও বিএনপি সরকার নিয়ে এসেছে, একদল থেকে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করেছে।” 

নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা নির্বাচিত হলে ১ কোটি চাকরির ব্যবস্থা করব। প্রত্যেক পরিবারকে একটা করে কার্ড দেওয়া হবে, যে কার্ড নিয়ে কোনো চেয়ারম্যান-মেম্বারের কাছে গেলে তারা তাদের গুরুত্ব দিতে বাধ্য হবেন। আমরা স্বাস্থ্য সেবাকে উন্নত করব। শিক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়াব। কারিগরি শিক্ষায় আরো জোর দেব। পাশাপাশি আমরা কৃষি খাত নিয়ে কাজ করব।”

মির্জা ফখরুল বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ। হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা সবাই একসঙ্গে থাকব। এই দেশকে আমরা একসঙ্গে এগিয়ে নেব।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়