ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঁচ দাবিতে জেলায় জেলায় জামায়াতের মানববন্ধন

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:১৫, ১৫ অক্টোবর ২০২৫
পাঁচ দাবিতে জেলায় জেলায় জামায়াতের মানববন্ধন

ঝিনাইদহ শহরের পায়রা এলাকায় বুধবার সকালে পাঁচ দাবিতে মানববন্ধন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দাবিতে জেলায় জেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

জামায়াতের পাঁচ দাবি হলো: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

আরো পড়ুন:

রাঙামাটি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার উদ্যেগে পাঁচ দাবিতে মানববন্ধন হয়। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজিত এ কর্মসূচিতে পোস্টার ও ব্যানার নিয়ে দলটির নেতাকর্মীরা যোগ দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল আলীম, জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর আসনে জামায়াত ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুস সালাম। 

বক্তারা বলেন, মাত্র ৩০ শতাংশ ভোট পেয়ে কোনো একটি দল দেশ পরিচালনার নামে নিপীড়ন ও দুর্নীতি করবে এটি জনগণ মেনে নিবে না। সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে। সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

নড়াইল: আজ দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল শহরের আদালত সড়কে মানববন্ধন করেন জামায়াত নেতারা। 

বক্তরা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল-২আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল, জেলা কার্যকরী পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন।

ঝালকাঠি: একই দাবিতে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জামায়াতের নেতারা। এতে দলটির শত শত নেতাকর্মী অংশ নেন। 

বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। তারা অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। 

সরকারকে উদ্দেশে বক্তারা বলেন, গণমানুষের পাঁচ দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে। 

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‍“তৃতীয় দফায় আমরা পিআর পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটসহ পাঁচ দাবিতে মানববন্ধন করছি। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

মানববন্ধনে জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি এসএম ফরিদ উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ: বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা এলাকায় জেলা জামায়াত আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন দলটির জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর। অন্যদের মধ্যে ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, কেন্দ্রীয় কমিটির মজলিসে সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

বক্তরা বলেন, ‍জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি। ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করছে।

নওগাঁ: পাঁচ দাবিতে নওগাঁয়  মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নওগাঁ শরিশাহাটি মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে, শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব। বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম।

নাটোর: সকাল ১০টায় নাটোর শহর শাখা জামায়াতের উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে।

মানববন্ধনে শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনাজপুর: প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। আজ দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের দিনাপুরে জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, “দেশে আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের চরম সংকট চলছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনের বিচার করতে হবে।"

মানববন্ধনে জামায়াতের জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এর আগে, গত রবিবার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দাবিতে সারা দেশে মিছিল ও জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেন জামায়াতে ইসলামীর নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন এই কর্মসূচি পালিত হয়। 

ঢাকা/শংকর, শরিফুল, অলোক, শাহরিয়ার, সাজু, আরিফুল, মোসলেম /মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়