‘মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে’
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে।”
তিনি বলেন, “এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমে হামলা করে কয়েকজন ভাইকে আহত করেছে। তাদের সঙ্গে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।”
সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠিতে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মো. জাহিদুল ইসলাম বলেন, “ঐতিহাসিকভাবেই ইসলাম বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদেরই বিরোধিতা করা হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে তারা (বিরোধিতাকারীরা) নিজেদের ঈমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ঈমানদার মনে হয় না।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম। জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সেক্রেটারি মো. নুরুজ্জামান সমাবেশ পরিচালনা করেন।
ঢাকা/অলোক/মাসুদ