ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমির হামজাকে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ, বিএনপি নেতা লাঞ্ছিত

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:২৮, ২৬ অক্টোবর ২০২৫
আমির হামজাকে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ, বিএনপি নেতা লাঞ্ছিত

মুফতি আমির হামজা

কুষ্টিয়ার একটি মসজিদে আসরের নামাজ শেষে বক্তব্য দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তাকে সেখানে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধে স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন:

শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি। 

ওই ভিডিও ক্লিপে দেখা যায়, আমির হামজা বক্তব্য দিচ্ছেন। হঠাৎ শাজাহান আলী হান্নান দাঁড়িয়ে কিছু বলার অনুমতি চান। পরে আমির হামজার উদ্দেশে হান্নান বলেন, “হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না।”

এ সময় মুসল্লিরা উত্তেজিত হন। তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বরিয়া জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাজাহান আলী হান্নান সাংবাদিকদের বলেছেন, “আমি মসজিদ কমিটির সভাপতি। মুফতি আমির হামজা এ মসজিদে আসবেন, সেটাও আমাকে কেউ জানায়নি। আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দেওয়া শুরু করেন। সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম। এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন। আমাকে ধাক্কা দেন।”

তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন ছাড়া মসজিদের ভেতর যারা ছিলেন, তারা সবাই অপরিচিত। জামায়াতে ইসলামীর লোকজন। যদিও এই ঘটনার পর আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি।” 

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেছেন, “হান্নান ভাই ওই মসজিদ কমিটির সভাপতি। তার সঙ্গে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হতে পারে না।” 

মুফতি আমির হামজা গণমাধ্যমকে বলেছেন, “আমরা গণসংযোগে ছিলাম। ওই মসজিদে নামাজ পড়ার পর ইমাম সাহেব সালাম দিতে বললেন। এক থেকে দেড় মিনিটের মাথায় উনি (শাজাহান আলী হান্নান) সামনের থেকে উঠে বললেন, রাজনৈতিক কোনো কথা বইলেন না।”

আমির হামজা আরো বলেন, “আমি তো শুরুই করিনি। তারপর সাত-আটজন তাকে (হান্নান) নিষেধ করতে গেলে হট্টগোল বেঁধে যায়। পরে বিষয়টি আমি ঠিক করে দিয়ে চলে এসেছি।”

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, “ঘটনাটি জেনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা না করতে বলা দোষের কিছু নয়। দু’-একটা মসজিদের ঘটনা নিয়ে এখনই দল থেকে কোনো বিবৃতি নিয়ে ভাবছি না। তবে, অবজারভেশন করছি।” 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়