ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:১৯, ২৮ অক্টোবর ২০২৫
সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহসড়কে বিভিন্ন কিন্টারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেন।

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাইয়ে লটারি প্রথা বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহসড়কে মানববন্ধনে বিভিন্ন কিন্টারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেয়। 

আরো পড়ুন:

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, জেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার সভাপতি সোয়েব আলী সবুজ, লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক শামসুজ্জামান বিপ্লব, সানসাইন ইংলিশ গ্রামার স্কুলের অধ্যক্ষ বাকের হোসেন, হান্নান শেখ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইুফুল ইসলাম শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময়ের এই কালো আইনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভালো মানের স্কুলে ভর্তি হতে পারছে না। তাদের পরিবার-পরিজন রেখে অল্প বয়সে দূরে গিয়ে পড়তে হচ্ছে। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। এতে লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি মেধা বিকশিত হতে পারছে না।’’

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা মানববন্ধনের আয়োজন করেন।

ঢাকা/নাঈম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়