ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৯ নভেম্বর ২০২৫  
নাটোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০

উদ্ধারকৃত অস্ত্র

নাটোরের লালপুরে যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর বালু মহালের গহীন চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ড্যাগার, ২২টি হাসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, লোহার পাইপ, টিউবওয়েল ও একটি চৌকি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম (বার)-এর নির্দেশনায় শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লালপুর উপজেলার গহিন চরাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, ইমু হ্যাকার প্রতারকচক্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে চারজন হ্যাকার চক্রের সদস্য, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়।

এ অভিযানে অংশ নেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, সিংড়া ও লালপুর থানার অফিসার ইনচার্জসহ র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ঢাকা/আরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়