ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলিন্ডার বিস্ফোরণে সিএনজির মধ্যেই অঙ্গার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৯, ১১ নভেম্বর ২০২৫
সিলিন্ডার বিস্ফোরণে সিএনজির মধ্যেই অঙ্গার

পোড়া সিএনজিতে উড়ছে কালো ধোঁয়া। পেছনের সিটে বসে থাকা মানুষটি পুড়ে অঙ্গার। আবছা অবয়ব বোঝা গেলেও তার পরিচয় পাওয়া যায়নি। মানুষটি নারী না পুরুষ, তা দেখে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

আগুনে সিএনজির প্রায় সবকিছুই পুড়ে গেছে, আগুনে গলে না যাওয়া লোহার তৈরি অবকাঠামোর খুব সামান্যই টিকে আছে। দূরত্ব বজায় রেখে চারিদিকে ঘিরে আছে অসংখ্য মানুষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ি এলাকায় সিএনজির পিছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ওই একমাত্র যাত্রী আগুনে পুড়ে নিহত হন।

এছাড়া আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছড়ে আসা একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। সিএনজিটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

চালক শান্ত বাইরে বের হয়ে আসলেও ভিতরে আগুনে পুড়ে মারা যান ওই যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।”

ঢাকা/কাওছার/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়