ফেসবুকে ‘আমাকে ক্ষমা করে দিও মা’ লিখে যুবকের বিষপান
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিক সরকার
গাইবান্ধার সাঘাটায় হতাশার কথা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিষ পান করে আত্মহত্যা করেছেন মানিক সরকার (২৬) নামের এক যুবক।
সোমবার (১০ নভেম্বর) রাতে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যাহ গ্রামে এ ঘটনা ঘটে। মানিক সরকার ওই গ্রামের মনোজ সরকারের ছেলে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
আত্মহত্যার আগে মানিক সরকার নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, “আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, খুব একা একাও লাগছে। নিজের ভাগ্যের প্রতি ভীষণ অভিযোগ রয়েছে, তবু বাস্তবতাটা তো মেনে নিতেই হবে…। বিগত ৩-৪ বছর ধরে শারীরিক ও মানসিকভাবে ভীষণ যন্ত্রণা হচ্ছে। কষ্টের পরিমাণ বোঝাতে পারবো না। এত কষ্টের চেয়ে মৃত্যু সহজ মনে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও মা, তোমাদের জন্য কিছু করতে পারলাম না।”
মানিক সরকারের বড় ভাই সুজন কুমার সরকার জানিয়েছেন, গতকাল রাত ২টার দিকে মানিক সরকার ঘর থেকে বের হন। ঘরে ফিরতে দেরি হওয়ায় আমরা তাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে আমগাছের নিচে তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে আমার মা চিৎকার দিয়ে ওঠেন। পরে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে চাকরি না হওয়া মানিক মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ কারণে সে বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারে।
সাঘাটা থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
ঢাকা/মাসুম/রফিক