ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলের বড়শিতে ৩৭ কেজির কালো পোয়া, লাখ টাকায় বিক্রি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৫, ১২ নভেম্বর ২০২৫
জেলের বড়শিতে ৩৭ কেজির কালো পোয়া, লাখ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে তরিকুল মাঝি নামের এক জেলের বড়শিতে ৩৭ কেজি ওজনের একটি কালো পোয়া বা ব্ল্যাক ডায়মন্ড মাছ ধরা পড়েছে। স্থানীয়ভাবে এটি দাতিনা মাছ নামেও পরিচিত।

বুধবার (১২ নভেম্বর) সকালে মাছটি মৎস্য বন্দরের মনোয়ারা ফিস নামের একটি আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে মনোয়ারা ফিসের সত্ত্বাধিকারী মাছটি ১ লাখ ১১ হাজার টাকায় কিনে নেন।

জানা যায়, দুই দিন আগে আল্লাহর দান নামের একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যান তরিকুল। সোমবার বড়শিতে মাছটি ধরা পড়ে। চলতি বছর আলীপুর মহিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির আরো ৫টি মাছ বিক্রি হয়েছে।

তরিকুল মাঝি বলেন, ‘‘আমরা জাল নিয়েই সাগরে গিয়েছিলাম। তবে, সঙ্গে কিছু বড় বড়শিও নিয়ে গেছি। সোমবার সাগরে বড়শি ফেলার কিছু সময় পরই মাছটি ধরা পড়ে। মাছটির সাইজ বড় হওয়ায় ট্রলারে তুলতে বেশ বেগ পেতে হয়েছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পারায় শুকরিয়া আদায় করছি।’’

মনোয়ারা ফিসের ম্যানেজার সগির আকন বলেন, ‘‘দেশে এ মাছের তেমন চাহিদা না থাকলেও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। সেখানেই বিক্রি করব।’’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘বন্দরের জেলেরা ৩৭ কেজি ওজনের একটি দাতিনা বা কালো পোয়া পেয়েছেন। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। মাছটি চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। যে কারণে দাম অনেক বেশি।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়