সাবেক মন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি, আটক ৭
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ২ নম্বর গেটের মেয়র গলি চশমা হিলের বাসভবনে তল্লাশি চালানো হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকজন নওফেলের বাড়িতে জড়ো হচ্ছেন—ফেসবুকে একজন জুলাই যোদ্ধার দেওয়া স্ট্যাটাস পুলিশের নজরে আসে। সেই সূত্র ধরে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। পরে সেখান থেকে সাতজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব