ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক

ঢাকা/রেজাউল/এস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৭, ১৩ নভেম্বর ২০২৫
গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক

পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আটক তিনজন

গাজীপুর পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা নাশতার সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এসময়ে তাদের হেফাজত থেকে একটি পেট্রোল বোমা তৈরির মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে (১২ নভেম্বর) সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বানিয়ারচালা গ্রামের বাবুল হোসেনের ছেলে আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মোতালেব শেখের ছেলে রাসেল আহম্মেদ (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। এসময়ে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাষ্টিকের সাদা চিকন পাইপ উদ্ধার করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।”

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

সর্বশেষ

পাঠকপ্রিয়