ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না: গয়েশ্বর

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১১, ১৩ নভেম্বর ২০২৫
রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় তাদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে।’’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেরাণীগঞ্জ দক্ষিণ থানার আগানগরে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ। আলোকিত হবে নতুন দিগন্তে।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়