নাটোরে প্রণোদনার পেঁয়াজ বীজে অনিয়মের অভিযোগ
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোর সদর উপজেলা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা পেঁয়াজ বীজে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কৃষকদের নির্ধারিত ওজনের তুলনায় ২০০ গ্রাম করে কম বীজ দেওয়া হয়েছে এবং বীজের মানও নিম্নমানের। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপকারভোগী কৃষকেরা।
জানা গেছে, চলতি রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর সদর উপজেলা কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ করা হচ্ছে। কিন্তু, কিছু এলাকায় কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে বীজ বিতরণের সময় ওজনে কম পাওয়া যায়।
কৃষকরা অভিযোগ করেন, প্রতিটি বীজের প্যাকেটে উল্লেখ আছে এক কেজি। কিন্তু, ওজন করলে দেখা যায় ৮০০ গ্রাম।
কৃষক আক্তার হোসেন বলেন, “প্রণোদনার নামে যদি কম বীজ দেওয়া হয়, তাহলে আমরা কীভাবে চাষ করব?”
নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, “মৌখিক অভিযোগ পাওয়ার পরে যাচাই-বাছাই করে বীজ কম দেওয়ার প্রমাণ মিলেছে। পরে কৃষকদের আরো ২০০ গ্রাম করে বীজ দেওয়া হয়েছে। ডিলারদের ভুলের কারণে এমনটা হয়েছে।’’
ঢাকা/আরিফুল/রাজীব