ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৩ নভেম্বর ২০২৫  
বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, কোনো দুর্ঘটনার আগেই তা মেরামত করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতে সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজের মাঝামাঝি নতুন পাড়া এলাকায় রেললাইনে এ নাশকতার চেষ্টা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এটি দেখার পর তাৎক্ষণিকভাবে রেলের কর্মীরা সেগুলো পুনঃস্থাপন করলে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করে।

রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের সদস্যদের নজরে আসে যে, লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা দ্রুত ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করেন। ফলে, ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই রেল যোগাযোগ সচল রাখা সম্ভব হয়।

তিনি আরো বলেন, নাশকতার জন্য এটি ইচ্ছেকৃতভাবে করা হয়েছিল। অল্পের জন্য বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। বর্তমানে বগুড়া স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়