নেত্রকোণায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলা
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হয়েছেন একজন শিক্ষক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ হামলা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আহত শিক্ষক মো. মহসীন আলম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে স্কুলের পাশ দিয়ে যাওয়া কয়েকজন বখাটে যুবক রাস্তা থেকে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও ক্লাসরুমে ইট-পাটকেল নিক্ষেপ করে আসছিল। আজও ক্লাশ চলাকালে তারা একই ঘটনা ঘটালে প্রতিবাদ জানান শিক্ষক মহসিন আলম। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাকে নানাভাবে গালিগালাজ করে এবং ‘দেখে নেবে’ বলে হুমকি দেয়। মহসিন আলম তাদের সঙ্গে কথা বলতে গেলে বখাটেরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি মারে এবং দ্রুত পালিয়ে যায়। আহত মহসিন আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রধান শিক্ষক জানান, তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, “প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইবাদ/রফিক