ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় জামিল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই আরোহী। তাদের সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামিল মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- ছোট রাতাহির চর এলাকার ওছামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিন আরোহী মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। বারবারিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর দুই আরোহী আহত হন।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান মোহাম্মদ কৌশিক বলেন, ‘‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সাব্বির/রাজীব