ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৪, ১০ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জেরে জয়পুরহাটে এনটিভি অনলাইনের প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য নুর বানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, বিকেলে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরো পড়ুন:

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এনটিভি অনলাইনে ‘মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার’ শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয়। এরপরই দুই জনপ্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন বলেন, ‘‘ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই জনপ্রতিনিধি মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।’’

সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, ‘‘সংবাদ প্রকাশের জেরে আমার ওপর হামলা চালানো হয়েছে। এটি গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’’

পাঁচবিবি থানার ওসি ইমায়েদুল জাহেদী বলেন, ‘‘সাংবাদিকের ওপর হামলার অভিযোগে মামলার পরই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে মামলার অপর আসামি পুরুষ ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়