আসিফ মাহমুদ
নির্বাচন করব, তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারব না
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। এই বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে।”
উপদেষ্টা বলেন, “অন্যান্য রাজনৈতিক দল বা প্রচেষ্টা সংক্রান্ত তথ্য জানাতে হলে তা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে, কারণ এ বিষয়ে মন্তব্য করার অধিকার আমার নেই।”
ঢাকা/আসাদ/সাইফ