ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৯, ১০ ডিসেম্বর ২০২৫
বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

উল্লেখ্য যে, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ হওয়ায় এখন সবার দৃষ্টি তফসিল ঘোষণার দিকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয় এটিই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। 

ইতোমধ্যেই জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নির্বাচনী পরিবেশ রক্ষায় নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ঢাকা/আরএম

সর্বশেষ

পাঠকপ্রিয়