ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সরকারে থাকা ব্যক্তিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:০৫, ৯ ডিসেম্বর ২০২৫
‘সরকারে থাকা ব্যক্তিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার (ফাইল ফটো)

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিংবা সরকারের অন্য যেকোনো পদে থাকা কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচারেও অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদেরকে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

প্রার্থিতা ও প্রচারণায় কঠোর নিষেধাজ্ঞা
ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সরকারের উপদেষ্টা বা অন্য কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নিজেরা প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে তারা কারও পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকেও সম্পূর্ণ বিরত থাকবেন।

নির্বাচনকে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন আয়োজনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা তুলে ধরে কমিশনার বলেন, তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল উপযুক্ত সময়ে তফসিল ঘোষণার অপেক্ষা।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়