ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারের ৩ আসনে হেভিওয়েটের বিপক্ষে লড়বেন যেসব এনসিপি প্রার্থী

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৪, ১১ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারের ৩ আসনে হেভিওয়েটের বিপক্ষে লড়বেন যেসব এনসিপি প্রার্থী

(বাঁ থেকে) ড. মাইমুল আহসান খান, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও মোহাম্মদ হোসাইন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে কক্সবাজারের চারটি আসনের তিনটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তবে একটি আসন ফাঁকা রেখেছে দলটি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীর নাম ঘোষণা করেন।

এনসিপির ঘোষণা অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান। 

এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মনোনিত এ প্রার্থী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। 

এই আসনে আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ এনসিপি নেতা।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন।

তবে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রথম ধাপে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কক্সবাজারের চারটি নির্বাচনী আসনে মোট ৫৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়