ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে মুখ খুলছে আয়েশা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:২৪, ১০ ডিসেম্বর ২০২৫
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে মুখ খুলছে আয়েশা

আয়েশা আক্তার

ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশকে বলেছেন, ঘটনার দিন গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল চুরি করেছিলেন তিনি। যা দেখে ফেলেন গৃহকর্তী লায়লা আফরোজ। এ নিয়ে ধস্তাধস্তি হলে মা-মেয়েকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

আরো পড়ুন:

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম মাসুম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাবল মার্ডার হত্যা মামলার আসামি আয়েশা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আটক করা হয় তার স্বামী জামাল শিকদার রাব্বিকে। জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছেন, চুরি ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করেছেন তিনি। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। জামাল শিকদার ঝালকাঠির কয়ারচর এলাকার জাকির শিকদারের ছেলে।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়