ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘খালেদা জিয়ার সুস্থতার ওপর দেশের অনেক কিছু নির্ভর করে’ 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:০২, ১১ ডিসেম্বর ২০২৫
‘খালেদা জিয়ার সুস্থতার ওপর দেশের অনেক কিছু নির্ভর করে’ 

লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী তানিয়া রব বলেছেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়। কেউ ভালো করে জানেন না, উনি কখন সুস্থ হয়ে উঠবেন। উনার সুস্থ হয়ে উঠার ওপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। এটা আমাদের বুঝতে হবে, মানতে হবে। এই সমাবেশ থেকে আল্লাহর কাছে দোয়া করব, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

বুধবার (১০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামিদিয়া ফাযিল মাদরাসা মাঠে জেএসডি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

তানিয়া রব বলেন, “একটি অভ্যুত্থান হয়েছে। আমরা যদি হানাহানি করি, তাহলে অভ্যুত্থানের বিপরীতে যে অভ্যুত্থান হবে সেটা জনগণের পক্ষে থাকবে না। এগুলো মাথায় রাখতে হবে।”

তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের জন্য নয়, এটি হবে বাংলাদেশকে পুনর্গঠনের নির্বাচন। নতুন করে শিক্ষার্থী-জনতা আন্দোলন করে যে বাংলাদেশ উদ্ধার করেছেন সেটাকে আমরা পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দিকে আমরা অগ্রসর হচ্ছি।” 

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল। সমাবেশে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়