ছাত্র যুব নাগরিক সমাবেশে তরুণ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের বিরামপুরে বড়মাট মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাত্র যুব নাগরিক সমাবেশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম শিক্ষার্থী ও যুব সমাজকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘জাতির সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের তরুণসমাজ। নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতাই তরুণদের সফলতার মূল চাবিকাঠি। সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠা করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাবেশ তাদের সেই প্রস্তুতি ও প্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমান যুগ প্রতিযোগিতার। শুধু ডিগ্রি নয়, সততা, সহমর্মিতা, সামাজিক দায়িত্ব—এসব গুণ অর্জন করতে পারলেই একজন তরুণ প্রকৃত নেতা হয়ে উঠতে পারে।”
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সমাবেশে ছাত্র, যুব সমাজের শক্তি, ইতিবাচক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, ‘‘দেশের প্রতিটি পরিবর্তনের পেছনে তরুণদের ভূমিকা সবচেয়ে বড়। সঠিক দিকনির্দেশনা ও শক্তিমান নেতৃত্ব গঠনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আজকের তরুণ যদি সৎ, নীতিনিষ্ঠ ও দায়িত্ববান হয়, আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ, শান্তি ও ন্যায়ভিত্তিক।’’
তিনি আরও বলেন, ‘‘সমাজে যে অনৈতিকতা, বিভাজন, শিক্ষার সংকট বা সামাজিক অবক্ষয় দেখা যায়, তা দূর করতে তরুণদের এগিয়ে আসতেই হবে। সংগঠন শুধু কর্মসূচি দেয় না, চিন্তা, মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেয়।’’
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা সভাপতি মোহাম্মদ কুমার রহমান জাল্লাদসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/মোসলেম//