ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ্যায় সিইসির ভাষণ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১১ ডিসেম্বর ২০২৫  
সন্ধ্যায় সিইসির ভাষণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় সিইসির রেকর্ড ভাষণ সম্প্রচার করা হবে।  

বাংলাদেশ বেতারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিইসির এ ভাষণ বাংলাদেশ বেতার ঢাকা-ক কেন্দ্রের ৬৯৩ কিলোহার্জ, বাণিজ্যিক কার্যক্রমের ৬৩০ কিলোহার্জ, পাশাপাশি এফএম ব্যান্ডের ১০৬.০, ১০৪, ১০২, ৯২ ও ৯০ মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার করা হবে। ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের এফএম ৮৮.৮ মেগাহার্জেও ভাষণটি শোনা যাবে।

এছাড়া, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও ভাষণটি সরাসরি শুনতে পারবেন শ্রোতারা। একই সময়ে দেশের সব আঞ্চলিক কেন্দ্রেও এটি রিলে সম্প্রচার করা হবে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়