ওসমান হাদির সুস্থতা কামনায় বাকৃবি শিবিরের বিশেষ দোয়া
বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) এশার নামাজের পর রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ওই দোয়ার আয়োজন করে বাকৃবি শাখা শিবির। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আবদুল্লাহ আল মঈনসহ সংগঠনটির পঞ্চাশের বেশি নেতাকর্মী।
শাখা শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল মঈন বলেন, “ভারতীয় আধিপত্যবিরোধী দৃঢ় অবস্থানের জন্য সুপরিচিত, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সাহসী কণ্ঠ ওসমান হাদি কুচক্রী মহলের পরিকল্পিত বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ন্যায় ও সত্যের পক্ষে তার সংগ্রামকে শক্তিশালী করে দেন,আমীন।”
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেলে এসে দুই সন্ত্রাসী হাদির ওপর গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে স্থানান্তর করে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/লিখন/রাসেল