নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে বিস্ফোরণ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোয়ায় আচ্ছান্ন হয়ে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, এ দুটি ককটেল নয়, পটকাজাতীয় বস্তু। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনো পিলেট বা ধাতববস্তু পাওয়া যায়নি। শুধু পাওডার পাওয়া গেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/বাদল/রাসেল