ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বিচারক শামছুল হকের বাসভবনে ককটেল হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১২, ২৯ জানুয়ারি ২০২৬  
গোপালগঞ্জে বিচারক শামছুল হকের বাসভবনে ককটেল হামলা

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জের পোস্ট অফিস রোডে বিচারক শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: রাইজিংবিডি।

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল হামলা চালিয়ে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে বিচারক শামছুল হকের বাসভবনে কে বা কারা ককটেল নিক্ষেপ করে, তা এখনো জানতে পারেনি পুলিশ। 

আরো পড়ুন:

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে অতর্কিতে ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও হতাহতের কোনো তথ্য নেই পুলিশের কাছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কী কারণে এই হামলা হয়ে থাকতে পারে, সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়