হাদির ঘটনায় বগুড়ায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তের গুলির প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় তারা মশাল নিয়ে শহরের সাতমাথায় মশাল মিছিল করে। পরে সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ারের সামনে দাড়িয়ে বিক্ষোভ করে। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা ‘হাদির ওপর হামলা সইবে না রে বাংলা’, ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু বলেন, “ওসমান হাদি তার সংসদীয় আসনে নির্বাচনি প্রচার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, এটা ছিলে ফ্যাসিবাদী শাসনামলের আচরণ।”
“আমরা চব্বিশের স্বাধীনতা-পরবর্তী যদি মতপ্রকাশের স্বাধীনতা না থাকে, কথা বলতে গিয়ে যদি ফ্যাসিস্টের সময়ের মতো আবারো আক্রমণের শিকার হই; তাহলে আপনার-আমার নিরাপত্তা কোথায়? আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গণঅধিকার পরিষদ এরকম ঘটনার বিরুদ্ধে সসময় সোচ্চার,” বলেন সেতু।
ঢাকা/এনাম/রাসেল