ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরাণীগঞ্জে ঢাকা জেলা তাবলিগের জোড় ইজতেমা শুরু

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৪, ১২ ডিসেম্বর ২০২৫
কেরাণীগঞ্জে ঢাকা জেলা তাবলিগের জোড় ইজতেমা শুরু

কেরাণীগঞ্জের শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় শুক্রবার শুরু হয়েছে জোড় ইজতেমা

কেরানীগঞ্জে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে উপজেলার শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় শুরু হয় ইজতেমার কার্যক্রম।

ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য ওযু, পানি, নিরাপত্তা ও খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা আগত মুসল্লিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

ইজতেমায় অংশগ্রহণকারীরা জানান, এই জোড় ইজতেমায় তাবলিগের দাওয়াতি কাজ বিস্তারে করণীয়, মাসলাক ও মানহাজের দিক নির্দেশনা, দলের সাথীদের পরামর্শ এবং দ্বীনি দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ বয়ান হবে। দেশ–বিদেশের শীর্ষ মুরব্বিরা গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা প্রদান করবেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ইজতেমা উপলক্ষে আমরা নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মাঠের ভেতর এবং বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিদের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের টিম দায়িত্ব পালন করছে।” 

তিনি বলেন, “পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের একদিক টিম কাজ করছে। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।”

ঢাকা/শিপন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়