ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ জন নিয়ে ৯ উইকেটে উইন্ডিজকে হারাল নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১২ ডিসেম্বর ২০২৫  
১০ জন নিয়ে ৯ উইকেটে উইন্ডিজকে হারাল নিউ জিল্যান্ড

দ্বিতীয় টেস্টে ছিল কিউইদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ পেসার ব্লেয়ার টিকনারের চোটে দল পরিণত হয়েছিল ১০ জনের স্কোয়াডে। কিন্তু সেই প্রতিকূলতাকেই যেন শক্তিতে পরিণত করলো নিউ জিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম টেস্টে ৫৩০ রানের বিশাল পুঁজি নিয়েও ১১ জনের কিউই দল ক্যারিবিয়ানদের হারাতে ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার চিত্রটি ভিন্ন।

ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পরপরই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ১২৮ রানে। এই ধসে মূল ভূমিকা রাখেন পেসার জ্যাকব ডাফি। যিনি ১৭.২ ওভার বোলিং করে মাত্র ৩৮ রান খরচায় ৫টি মূল্যবান উইকেট শিকার করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফাইফার’ (এক ইনিংসে পাঁচ উইকেট)।

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল প্রথম ম্যাচের মতোই হতাশাজনক। ২ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবিয়ানরা লাঞ্চের আগে ৬ উইকেট হারিয়ে ৯৮ রানে পৌঁছায়। লাঞ্চের পর কেবল ৯.২ ওভারের মধ্যেই বাকি উইকেটগুলোও পড়ে যায়।

ক্যারিবিয়ান ইনিংসের ধস শুরু হয় জাস্টিন গ্রিভস (২৫) আউট হওয়ার পর। ডাফির বলে এলবিডব্লিউ হওয়া গ্রিভসের উইকেটটি নিউ জিল্যান্ড রিভিউ নিয়ে নিশ্চিত করে। দিনের শুরুতে ব্র্যান্ডন কিং এবং হজ উইকেটের অসমান বাউন্স সামলে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও কিং ২২ রানে মাইকেল ব্রেসওয়েলের দুর্দান্ত থ্রোতে রান আউট হন। এরপর শাই হোপ এবং অধিনায়ক রোস্টন চেজ দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। হজ ধৈর্য ধরে ৩৫ রান করলেও শেষ রক্ষা হয়নি। পুল শট খেলতে গিয়ে উইল ইয়ংয়ের দারুণ ডাইভিং ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে।

জয়ের জন্য নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৬ রান। ডেভন কনওয়ে ২৮ এবং কেন উইলিয়ামসন ১৬ রান করে দ্রুতই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। চা বিরতির আগেই শেষ হয় ম্যাচের আনুষ্ঠানিকতা। যা ১০ জনের দল নিয়ে কিউইদের মনোবলেরই সাক্ষ্য দেয়।

প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিউ জিল্যান্ডের ডাফি।

মাউন্ড মঙ্গানুইয়ে আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

:: সংক্ষিপ্ত স্কোর ::

ওয়েস্ট ইন্ডিজ: ২০৫ ও ১২৮ (হজ ৩৫, চেজ ২৫, কিং ২২; ডাফি ৫/৩৮, রায়ে ৩/৪৫)
নিউ জিল্যান্ড: ২৭৮/৯ ডিক্লেয়ার ও ৫৭/১ (কনওয়ে ২৮*, উইলিয়ামসন ১৬*, ল্যাথাম ৯; ফিলিপ ১/১৭)
ফল: নিউ জিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জ্যাকব ডাফি (নিউ জিল্যান্ড)
সিরিজ: নিউ জিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়