ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজের হাতে নিজের পোস্টার ছিড়লেন শিশির মনির

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫২, ১২ ডিসেম্বর ২০২৫
নিজের হাতে নিজের পোস্টার ছিড়লেন শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোটেক শিশির মনির নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য শুক্রবার সকালে তার নির্বাচনি এলাকায় নিজ হাতে নিজের একটি পোস্টার তুলে ফেলেন। ছবি: রাইজিংবিডি

নিজের হাতেই নিজের পোস্টার ছিড়ে ফেললেন অ্যাডভোকেট শিশির মনির। 

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোটেক শিশির মনির। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে দাড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী আচরণবিধি মেনে পোস্টার তুলে নেওয়ার কাজে হাত দেন।

আরো পড়ুন:

পোস্টার সরিয়ে নেওয়ার আগে একটি বার্তা রেডর্ক করেন শিশির মনির। তিনি বলেন, গতকাল (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ সব ধরনের নির্বাচনি প্রচারপত্র সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েেছে। একই সাথে আলোকসজ্জাসহ যত ধরনের প্রচার ম্যাটেরিয়াল আছে, সবই আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরই তা করতে হবে।

ভিডিও বার্তায় শিশির মনিরকে বলতে শোনা যায়, রাষ্ট্রের নতুন আইন হয়েছে, নতুন বাংলাদেশে নির্বাচন হবে। সেজন্য আমাদের পোস্টার আমরা নিজের হাতেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুধু এই জায়গায়ই না, দুই থানাতে যেখানে আমাদের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে, সেগুলো আমরা নিজ দায়িত্বে ছুটিয়ে ফেলছি।

শিশির মনিরের আশা, সবাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নির্বাচনি আচরণবিধি মেনে পোস্টার-ব্যানার-ফেস্টুন সরিয়ে নেবেন। 

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ভোটাররা বলেছেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।

ঢাকা/মনোয়ার/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়