নাটোরে নিখোঁজের তিনদিন পর হাত-পায়ের রগ কাটা যুবকের লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোহাগ হোসেন।
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পরে হাত-পায়ের রগ কাটা ও মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ গত তিনদিন আগে বন্ধু আকাশের সঙ্গে কাজের কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এরপর থেকেই সোহাগ নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করে।
পরিবারের দাবি, আকাশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তারা বলেন, আকাশ বুধবার রাতে সোহাগকে বালু আনলোড করার কাজের কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর আকাশ বাড়ি ফিরলেও সোহাগ ফেরেনি। আকাশ পলাতক রয়েছে। ফলে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।
এ দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সোহাগের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করলে আকাশের বাবা মা বোন- তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/আরিফুল//