মাটির নিচ থেকে উদ্ধার হলো এক লাখ ইয়াবা, যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মোহাম্মদ হাকিম
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক এলাকায় মাটির নিচে পুঁতে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় মোহাম্মদ হাকিম (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। আটক হাকিম একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। দলটি টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি পানের বরজ থেকে একজনকে আটক করে।
মাটির নিচ থেকে আটক ব্যক্তি সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট বের করে দেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক জিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরো জানান, সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ